Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১৯৭৬ সালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রতিষ্ঠা করা হয়|প্রতিষ্ঠালগ্ন হতে এ দপ্তরটি জয়পুাহাট জেলার হাজার হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি,আত্ন-কর্মসংস্থানে সহায়তা এবং প্রবাসী কর্মীদের কল্যাণমূলক কার্যক্রম সম্পাদনে নিয়োজিত রয়েছে ।

 

 ১। বিদেশগামী কর্মীদের নাম ডাটাবেজে তালিকাভুক্তি

- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে দালাল চক্র ও প্রতারকের হাত হতে রক্ষার জন্য ডাটাবেজে নাম তালিকাভুক্ত করা হয় ।

- তালিকাভুক্তির জন্য জনপ্রতি১৫০/- টাকা ফিসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হয় ;

- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস হতে এ বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করা হয়।

 

২।প্রবাসী কর্মীদের কল্যানের কাজ সম্পাদন করণ

-মৃত ব্যক্তিদের লাশ আনয়ন, দাফন ও ক্ষতিপূরণের টাকা বিতরণের জন্য আত্নীয়-স্বজনের সাথে সাক্ষাত ও প্রকৃত উত্তরাধিকারী সনাক্তকরণের জন্য পরিদর্শন ও প্রতিবেদন দান ।

-প্রবাসে মৃত ব্যক্তিদের বকেয়া পরিশোধের জন্য উত্তরাধিকারী সনাক্তকরণের জন্য পরিদর্শন ও ক্ষতিপূরণের টাকায় চেক প্রাপ্তি ও হস্তান্তরের সার্বিক ব্যবস্থা গ্রহণ ।

-প্রবাসে মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণ বাবদ প্রবাসি কল্যাণ তহবিল হতে তিন লক্ষ টাকার চেক উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ করা ।

 

৩। বিদেশগামীকর্মীদের নিয়োগকারী দেশের সামাজিক নিয়ম, চাকুরীর শর্ত আচার আচরণ ও ভাষাসহ প্রচলিত আইন সম্পর্কে কর্মীদের ব্রিফিং প্রদান ।